বউ বাসন মাজিয়ে নিচ্ছে, অফিস চালু করুন স্যার  

ঘরের কাজের দায়িত্ব ছেলে-মেয়ে নির্বিশেষে  পরিবারের সব সদস্যের, এটা ছোট থেকে শেখানোর সিলেবাস না আছে শিক্ষা প্রতিষ্ঠানে না আছে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের বৃহৎ জীবনে। শারীরিক অবয়ব দেখে ঠিক করা হচ্ছে ছেলের কাজ আর মেয়ের কাজ। পিতৃতান্ত্রিক এই সমাজ ব্যবস্থা বিপদে ফেলছে ছেলেদের। তাদের থাকতে হচ্ছে পরনির্ভরশীল হয়ে।

by আফরোজা খাতুন | 18 June, 2020 | 1340 | Tags : domestic work lockdown women men patriarchy